গণশুনানী
সদস্য মহোদয়ের ই-রিটার্ণ বুথ পরিদর্শন
জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় সদস্য (কর জরীপ ও পরিদর্শন) জনাব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মহোদয় ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখে কর অঞ্চল-১৩, ঢাকা পরিদর্শন করেন।
কর অঞ্চল-১৩, ঢাকা এর ইন-হাউজ প্রশিক্ষণ
কর অঞ্চল-১৩, ঢাকা এর কর কমিশনার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত দিকনির্দেশনামূলক সভায়
কর অঞ্চল-১৩, ঢাকার কর কমিশনার জনাব কবীর উদ্দিন মোল্লা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, কর অঞ্চল-১৩, ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Web_Banner_05
NBR_Web_Banner_03
NBR_Web_Banner_02
NBR_Web_Banner_01

কর কমিশনারের কার্যালয়

কর অঞ্চল-১৩, ঢাকা

জনাব প. ম. শফিউল্লাহ, সহকারী কর কমিশনার এর পাসপোর্টের অনাপত্তি সনদ ইস্যু প্রসঙ্গে। ই-রিটার্ণ রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও ই-রিটার্ণ দাখিল সংক্রান্ত জনাব হাসিনা বেগম, কর পরিদর্শক, সার্কেল-২৭৬, কর অঞ্চল-১৩, ঢাকা এর পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে।

কর কমিশনারের বার্তা

কর কমিশনার

কর অঞ্চল-১৩, ঢাকা এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জসহ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারকি করে থাকে। কর কমিশনারের কার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে।

মধ্যম আয়ের দেশ হতে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় রাজস্ব আহরণ এবং রাজস্ব বান্ধব, ব্যবসা বান্ধব ও করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠার জন্য কর অঞ্চল-১৩, ঢাকা এর সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কবীর উদ্দিন মোল্লা
কর কমিশনার
কর অঞ্চল-১৩, ঢাকা।